নদী ভাঙনরোধে নদীতীরে মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/16/photo-1484570893.jpg)
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্রের ভাঙনরোধে নদের তীরে তিন কিলোমিটারব্যাপী মানববন্ধন করেছে এলাকার হাজার হাজার মানুষ।
আজ সোমবার দুপুরে রৌমারী উপজেলার বলদমারা খেয়াঘাট এলাকায় এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য মো. রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও রৌমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, আওয়ামী লীগ নেতা হাজি মুরাদ, নদীভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল কাদের, সাধারণ সম্পাদক আবু হানিফ মাস্টার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ফজলুল হক মণ্ডল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।
বক্তারা ঘুঘুমারী থেকে ফলুয়ার চর পর্যন্ত নদের পূর্বপাড়ে বাম তীরের পাঁচ কিলোমিটার এলাকার ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই প্রতিরোধের ব্যবস্থা নেওয়া না হলে ভাঙনের মুখে চর শৌলমারী, বন্দবের, যাদুরচর, নয়ারহাট ও অষ্টমীর চর ইউনিয়নের কয়েক হাজার বসতবাড়ী ও আবাদি জমি বিলীন হয়ে যাবে।
বক্তারা ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে স্বাধীনতাযুদ্ধের স্মৃতিবিজড়িত মুক্তাঞ্চল হিসেবে পরিচিত রৌমারী উপজেলাকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।