স্থল-আকাশে নজরদারি বাড়ায় নৌপথে মানবপাচার
স্থল ও আকাশপথে নজরদারি বৃদ্ধির কারণে সমুদ্রপথে মানবপাচার বেড়েছে বলে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে বের হয়ে এসেছে।
আজ সোমবার সকালে রাজধানীতে মানবপাচারবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) মোখলেসুর রহমান এ কথা জানান।
মোখলেসুর রহমান জানান, এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানবপাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদের মধ্যে আটজনের মৃত্যুদণ্ডের রায়ও দিয়েছেন আদালত। তিনি বলেন, ‘আমরা স্থলবন্দর দিয়ে মানবপাচার...আমি যতটুকু জানি, বন্ধ করতে সক্ষম হয়েছি। ফলে যখনই স্থলবন্দর দিয়ে, বিমানবন্দর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গেছে, তখনই আমরা দেখতে পাচ্ছি যে নদীপথে যাওয়ার একটা প্রবণতা বা সমুদ্রপথে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। অপরাধের প্রবণতাগুলো অনেক সময় একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রে পরিবর্তিত হয় বা এক ধরনের থেকে আরেক ধরনে পরিবর্তিত হয়। সেগুলোর ওপরও আমাদের কাজ আছে।’
এদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী জানান, আঞ্চলিক সহযোগিতা ছাড়া মানবপাচার বন্ধ করা যাবে না। এ লক্ষ্যে মানবপাচার বন্ধে বাংলাদেশসহ আশপাশের দেশগুলো এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘মানবপাচার একটা ঘৃণার ব্যাপার। এর চেয়ে বড় ক্রিমিনাল অ্যাকটিভিটি খুব কম হয়। কাজেই আমরা খুব দ্রুতভাবে, খুব কড়াভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আরো নিতে হবে।’
সম্মেলনে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান, মানবপাচার রোধে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরে পৃথক তিনটি সেল গঠন করা হয়েছে।