বামনায় অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত
বরগুনার বামনায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৭টি দোকান। এ ঘটনায় অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের।
আজ শুক্রবার ভোর রাতে বামনা উপজেলার খোলপেটুয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা জানান, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে বাজারের আফজাল হোসেনের জুতার দোকান থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে পিরোজপুরের মঠবাড়িয়া ও কাঁঠালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টা চেষ্টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে।
কিন্তু ততক্ষণে মুদি দোকান, ফার্মেসি, প্রসাধনী, ফটো স্টুডিও, খাবার হোটেল, চায়ের দোকান, লেপ-তোশকের গোডাউন ও মিষ্টির দোকানসহ ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
মো. সাইতুল ইসলাম লিটু মৃধা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৩ জন ব্যবসায়ীকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা ও বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এ ছাড়া অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বাচ্চু ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুল রব মুর্তাজা আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন।