সিরাজগঞ্জে যুবদল নেতা খুনের অভিযোগে স্ত্রী আটক
সিরাজগঞ্জের শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যার অভিযোগে তাঁর স্ত্রী তিথিকে আটক করেছে পুলিশ। সুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ক্ষুব্ধ লোকজন আজ মঙ্গলবার সন্ধ্যায় সুজনের শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায়।
গতকাল সোমবার রাত ৯টার দিকে নিজের ঘরে খুন হন সুজন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সুজনের স্ত্রী তিথি বেশ কয়েকদিন ধরে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুজনের মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে তাঁর এলাকার লোকজন আজ মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের এস বি ফজলুল হক রোডে শ্বশুর ফখরুল ইসলামের বাসায় হামলা চালায়। তারা বাড়ির দরজা, জানালা, শোবার ঘর, রান্না ঘরে ব্যাপক ভাঙচুর করে। ওই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে ফকরুল ইসলামসহ সুজনের শ্বশুর বাড়ির লোকজন কেউ কিছু বলেননি। হামলার ঘটনায় বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) বারিক জানান, ২০-২৫ জনের একটি দল ফকরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আর সুজন হত্যার অভিযোগে পুলিশ তাঁর স্ত্রী তিথিকে আটক করেছে।