খুলনায় ‘হা Show’ অডিশন শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/02/photo-1433263706.jpg)
রংপুর, রাজশাহীর পর খুলনায় শুরু হয়েছে হাসিবিষয়ক অনুষ্ঠান ‘হা Show-৩’-এর অডিশন পর্ব। মারসেল পরিবেশিত ও ডাবর মেসওয়াকের সৌজন্যে ‘হা Show-৩’-এর আয়োজন দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। খুলনার এই অডিশন পর্বে খুলনা ও বারিশাল বিভাগের প্রতিযোগিরা অংশ নিচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকেই খুলনা সিটি ইনের সামনে অংশগ্রহণকারীদের লম্বা লাইন দিতে দেখা যায়। পরে নিবন্ধন সম্পন্ন করে চার বিচারকের সামনে জোকস পরিবেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পরবর্তী রাউন্ডে যাওয়ার প্রতিযোগিতা করে। খুলনায় বিচারকের দায়িত্ব পালন করছেন শাওন মজুমদার, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ পরশ ও সাইফুল ইসলাম।
নিবন্ধনের পর অপেক্ষার সময় অনেককে পরীক্ষা দেওয়ার মতো প্রস্তুতি নিয়ে নিচ্ছে। কেউ বা শেষ রিহার্সেল দিয়ে নিচ্ছে। আর এই ধরনের প্রতিযোগিতা আয়োজনকে সাধুবাদ জানিয়েছে অংশগ্রহণকারীরা। তারা জানায়, এর মধ্য দিয়ে অনেক মেধাবীর সুযোগ সৃষ্টি হবে।
বিচারক সাজ্জাদ হোসেন জানান, খুলনা বেশ ভালো পারফরমার পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন।
চার বিচারক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ভালো রকমে যাচাই-বাচাই করে নিচ্ছেন। নিজের সৃষ্টি করা জোকসের প্রতিই বিচারকদের আগ্রহ বেশি বলে জানা গেছে।