জমির বিরোধে বর্শায় বিঁধে যুবককে খুন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাহেদ মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহেদ মিয়া ওই গ্রামের সুরুজ আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সুরুজ আলীর সঙ্গে প্রতিবেশী নয়ানী বনগাঁও গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে আবদুল মন্নানের (৪০) জমিজমা নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এর জের ধরে আজ বিকেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুরুজ আলীর বাড়িঘরে অতর্কিত হামলা চালায়।
এ সময় সুরুজ আলী (৬০), তাঁর ছেলে সাহেদ মিয়া (৩৫), সুহেল মিয়া (২২) বাধা দিলে তাদের ওপরও হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। একপর্যায়ে প্রতিপক্ষ সাহেদ মিয়াকে ফিকল (বর্শাজাতীয় দেশি অস্ত্র) দিয়ে পেটে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাহেদ মিয়া সন্ধ্যার দিকে মারা যান। অন্য আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাহেদ মিয়া নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাত ৯টা পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।