বিকেলে নিখোঁজ শিশু, রাতে ডোবায় মিলল লাশ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ছয় বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে প্রতিবেশী এক নারী ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, গতকাল শনিবার বিকেল থেকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের মো. বিলু হোসেনের মেয়ে ইতি মনি (৬) নিখোঁজ হয়। পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে গলায় রশি পেঁচানো এবং মুখে কাপড় ঢুকানো অবস্থায় মনির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় নিহত শিশুর বাবা মো. বিলু হোসেন বাদী হয়ে প্রতিবেশী আকাশকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
পরে আকাশ ও তার মা আম্বিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ওসি জানিয়েছেন।