বাংলাদেশে এসে ফসল নষ্ট, ভারতে ফেরার পথে হাতির মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/23/photo-1485176754.jpg)
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সীমান্তের কাছে ভারতে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ভারতের সীমানায় হাতিটিকে মরে পড়ে থাকতে দেখে ভিড় করে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, গতকাল রোববার ভারত থেকে প্রায় ৪০টি বন্য হাতির একটি দল রাজিবপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে আসে। তারা বাংলাদেশি কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি করে আজ ভোরে ভারত সীমান্তে চলে যায়। ভারতের কালাইয়েরচর পাড়া গ্রামে গিয়ে দলের একটি হাতি মারা যায়।
রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল আলম বাদল বলেন, উপজেলার বালিয়ামারী সীমান্তের ১০৭২ নম্বর আজর্ন্তজাতিক সীমানা পিলার থেকে ১০ গজ ভেতরে ভারতের কালাইয়ের চর গ্রামে একটি হাতি আজ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
রাজিবপুর উপজেলার বালিয়মারী সীমান্ত এলাকার বাসিন্দা নূরে শাহী আলম জানান, ভারতের গাড়হীল পাহাড় থেকে প্রায় সময় রাতে বন্য হাতির পাল বাংলাদেশের সীমানায় চলে আসে। তারা চরাঞ্চলের ফসলের ক্ষতি করে ভোরেই ভারতে চলে যায়। হয়তো ফিরে যাওয়ার সময় দলের এ হাতিটি অসুস্থ হয়ে মরে গেছে।
৩৫ বিজিবি ব্যাটালিয়নের বালিয়ামারী ক্যাম্প কমান্ডার সুবেদার এম মোর্শেদ বলেন, হাতিটি ভারতীয় সীমানার ভেতরে কেন মারা গেছে তা জানি না।