সার্চ কমিটি নিয়ে অভিযোগকারীদের ‘রাবিশ’ বললেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাষ্ট্রপতি গঠিত নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তা অত্যন্ত নিরপেক্ষ ও খুবই ভালো। সার্চ কমিটির সদস্যরা অত্যন্ত জ্ঞানী-গুণী ও ভালো লোক। যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলেছেন তাঁরা ভ্রান্ত ও রাবিশ। এর কোনো ভিত্তি নেই।
মন্ত্রী আজ শনিবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত জে কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনো দারিদ্র্য থাকবে না। যারা থাকবে, তারা খুবই স্বল্পসংখ্যক।
শতবর্ষপূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামছুল ইসলাম ভূইয়াসহ জে কে উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী-শিক্ষকরা।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।