স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, হোটেল থেকে লাফ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/04/photo-1433437594.jpg)
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের একটি আবাসিক হোটেলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গণধর্ষণ থেকে বাঁচতে ওই নারী হোটেলের ছাদ থেকে ঝাঁপ দেওয়ায় গুরুতর আহত হন। তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারী একজন সংগীতশিল্পী।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই নারীর স্বামী বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ওই হোটেলের ব্যবস্থাপক রাকিব আলীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের দিরাই উপজেলার এক দম্পতি গত বুধবার সন্ধ্যায় সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশে রওনা দেন। রাত ৯টার দিকে জগন্নাথপুর পৌর শহরে যান তাঁরা। এ সময় দিরাই যাওয়ার কোনো বাস না পেয়ে রাতে থাকতে সানলাইট হোটেলের একটি কক্ষে ওঠেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রাত ১১টার দিকে হোটেলের ওই কক্ষের দরজায় কড়া নাড়লে বাদী দরজা খুলে দেন। তখন জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের শেলন মিয়াসহ চার-পাঁচজন যুবক ওই কক্ষে ঢুকে পড়েন। ওই যুবকরা বাদীকে বেঁধে ফেলেন। পরে তাঁর সামনেই স্ত্রীকে ধর্ষণ করেন শেলন মিয়া। এরপর তাঁর স্ত্রী গণধর্ষণ থেকে বাঁচতে হোটেলের ছাদ থেকে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে যুবকরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে গভীর রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তাঁকে বলা হয়, হাসপাতালের চিকিৎসকসহ কাউকে ঘটনা না বলতে। বললে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জগন্নাথপুর শহরের এক বাড়িতে নিয়ে রাখা হয় তাঁকে। পরে সন্ধ্যায় তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ধর্ষণের শিকার ওই নারীকে জগন্নাথপুর থানা থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আমরা আগামীকাল পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করব।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ধর্ষিতা নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে ওই হোটেলের ব্যবস্থাপক রাকিব আলীসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ রাকিবকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি জানান, গতকাল সন্ধ্যায় ওই নারীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।