যত দ্রুত সম্ভব শান্তিচুক্তি বাস্তবায়ন করা হবে : গওহর রিজভী
যত তাড়াতাড়ি সম্ভব পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
উপদেষ্টা বলেছেন, ‘যদিও কোনো কোনো সময় মনে হয়, কাজ আস্তে আস্তে হচ্ছে। কিন্তু আপনারা একটু লক্ষ করে দেখবেন, অনেক কাজ হয়েছে। আমরা বেশ এগিয়ে গেছি।’
আজ বুধবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিংয়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক, ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য ঊষাতন তালুকদার, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও ফিরোজা বেগম চিনু।
সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর, ভূমি সচিব, চাকমা ও মং সার্কেল প্রধান এবং তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকরা ।