৫ জনের সবাইকে রাখতে হবে এমন শর্ত দেইনি : কাদের
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির কাছে পাঁচজনের নাম প্রস্তাব করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইসি গঠনের জন্য ওই পাঁচজনের সবাইকেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বা এমন শর্ত দেয়নি দলটি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কথা জানিয়েছেন। আজ মঙ্গলবার বাগেরহাট শহরের খানজাহান আলী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সার্চ কমিটির কাছে দপ্তর সম্পাদককে পাঠিয়ে দিয়েছি। অলরেডি আমরা আমাদের পাঁচজনের নাম পাঠিয়ে দিয়েছি। এখনো বলব, মহামান্য রাষ্ট্রপতির ওপর আমাদের আস্থা শতভাগ। সার্চ কমিটির কাছে আজকে ৩১টি দল থেকে পাঁচজন করে নাম নেওয়ার কথা। এখানে আওয়ামী লীগের সব নাম আসতে হবে এ রকম কোনো বাধ্যবাধকতা আমরা দেইনি, নেই। সার্চ কমিটি যাকেই যোগ্য মনে করবে তাকেই রাখতে পারবে। পাঁচজনের সবাইকে রাখতে হবে এমন কোনো শর্ত সরকারি দল হিসেবে আমরা আরোপ করিনি।’
ওবায়দুল কাদের দাবি করেন, ‘সার্চ কমিটিতে আওয়ামী লীগের কোনো লোক নেই। তারপরও বিএনপির মানি না, মানব না। ২০১৪ সালের নির্বাচনও তারা মানি না, মানব না। পরে তারা গণতন্ত্র উদ্ধারের নামে পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যার রাজনীতি শুরু করে। পুলিশ থেকে শুরু করে গাড়ির ড্রাইভার এমনকি ঘুমন্ত শিশুকেও তারা পুড়িয়ে মেরেছিল। আসলে বিএনপি নির্বাচনেও ব্যর্থ। আন্দোলনেও ব্যর্থ। এখন শুধু ডেট দেয়। আন্দোলন হবে আট বছর ধরে শুনছি। এখন খালেদা জিয়া কি বুঝতে পেরেছেন তাঁর আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসে না।’
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য আবদুর রহমান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু প্রমুখ।
পরে প্রধান অতিথি বিকেলে বাগেরহাট স্টেডিয়ামে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।