সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলারকে সংবর্ধনা
জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ায় সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনূর্ধ্ব-১৪ মহিলা দল মেহেরপুরকে হারিয়ে এই গৌরব অর্জন করায় তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. নাজমুল আহসান।
সাতক্ষীরা সার্কিট হাউসে আজ শুক্রবার সকালে ফুটবলপ্রেমীদের এক মিলনমেলার মধ্য দিয়ে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজামউদ্দিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহসীন আলী, সাতক্ষীরা পৌরসভার মেয়র এম এ জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ‘সাতক্ষীরা ক্রীড়াঙ্গনে এখন বিজয় উৎসব চলছে। বিশ্বকাপে সৌম্য সরকার, জাতীয় দলে মোস্তাফিজুর রহমান ও জাতীয় মহিলা ফুটবল দলে সাবিনা খাতুন শ্রেষ্ঠত্ব লাভ করে আন্তর্জাতিক পর্যায়েও সাতক্ষীরার কৃতী খেলোয়াড়রা বাংলাদেশের সুনাম কুড়িয়ে আনছে।’ তিনি আরো বলেন, সংবর্ধিত মহিলা ফুটবলাররা আরো গৌরবময় অধ্যায় রচনা করতে পারবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাতক্ষীরা ফুটবল অ্যাসোসিয়েশনকে শ্রেষ্ঠ অ্যাসোসিয়েশনের পুরস্কার দেওয়ায় সিরাজুল ইসলাম খানকে সংবর্ধনা এবং একই সাথে অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দলের খেলোয়াড়দেরও জানানো হয় ফুলেল সংবর্ধনা।
অনূর্ধ্ব-১৪ সংবর্ধনা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন কোচ আকবর আলী ও রেহেনা আক্তার, অধিনায়ক বিলকিস, আরিফা, ফাতেমা, ফারজানা, হোসনে আরা, পারভীন খাতুন, পারভীন সুলতানা, হিরা মনি, সোহানা, তামান্না সুলতানা, নাসরিন, পাখি মনি, প্রাপ্তি, প্রান্তি ও পিংকী। এ ছাড়া জেলা মহিলা ফুটবল দলের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দলের খেলোয়াড় রওশন আরা, সুমাইয়া, রিক্তা, মুক্তা, সোনিয়া, মাসুরা, টুম্পা মনি, শারমীন, আজমিরা খাতুন দোলা ও মিতা খাতুন পাখি।