নোয়াখালীতে আ. লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/10/photo-1486745108.jpg)
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ার চরকিংয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়নের মৃদ্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চরকিং ইউনিয়ন পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর পক্ষের লোকজনের সঙ্গে আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ওয়ালী উল্লাহর পক্ষের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে তিনজন গুলিতে আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, এই ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবদুল মালেক (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ওসি আরো জানান, গত দুদিন আগেও সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় গুলিবিদ্ধসহ চারজন আহত হয়।