মাগুরায় বঙ্গবন্ধু কাপে শেখ রাসেল চ্যাম্পিয়ন
মাগুরায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র।
আজ রোববার স্থানীয় আছাদুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ নৌবাহিনীকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় শেখ রাসেল।
খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। খেলা উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। আর খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর।
বাংলাদেশ নৌবাহিনী ও শেখ রাসেল ক্রীড়াচক্রের মধ্যকার ফাইনাল ম্যাচটিতে প্রায় ২৫ হাজার ফুটবলপ্রেমী দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন। স্টেডিয়ামের গ্যালারিতে তিল ধারনের জায়গা ছিল না।
মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমির আয়োজনে এবং বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।