অতঃপর দেখি বিশ্ব ব্যাংক কী বলে : কাদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/13/photo-1486993303.jpg)
‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র নিয়ে কানাডার আদালত রায় দিয়েছেন, বিশ্ব ব্যাংক এখন কী বলে দেখি, বিশ্ব ব্যাংকের জবাবের অপেক্ষায় আছি।’
আজ সোমবার বিকেলে কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু আজ আমাদের সক্ষমতার প্রমাণ, সারা বিশ্বের কাছে সম্মান। বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমরা বলেছিলাম, নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করব। বাঙালি বীরের জাতি, চোরের জাতি না। কানাডার আদালতে প্রমাণিত হয়েছে। আমরা তাকিয়ে আছি, অতঃপর বিশ্ব ব্যাংক কী বলবে? বিশ্ব ব্যাংক কী বলে দেখি। তাদের জবাবের অপেক্ষায় আছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘কত অপমান, কত অসম্মান, দুর্নীতির অভিযোগ দিয়েছে বিশ্ব ব্যাংক। হতাশায় নিমজ্জিত হয়েছিলাম। অনেকে টিটকারি করেছে, বিদ্রূপ করেছে। আবার কিছু কিছু পত্রিকায় সমালোচনাও করেছে; বাদ যায়নি টিভিতে সুশীলদের কথাও। আজ প্রমাণিত হয়েছে সেই পদ্মা সেতু স্বচ্ছতার মধ্য দিয়ে শুরু হয়েছিল। আর ২০১৮ সালের শেষের দিকে একই রকম সচ্ছতার মধ্য দিয়ে শেষ হবে।’
কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি এ এম এম সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ইনস্টিটিউটের সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সংগঠনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, যুগ্ম মহাসচিব মুকসুদ আলম খান মুকুট প্রমুখ।