হাসান আলীর মৃত্যুদণ্ডের রায়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/09/photo-1433841127.jpg)
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিশোরগঞ্জের তাড়াইলে একাধিক গণহত্যাসহ ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজাকার কমান্ডার হাসান আলীকে সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার রায় ঘোষণার পরপরই মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা অবিলম্বে পলাতক হাসান আলীকে গ্রেপ্তার করে দণ্ডাদেশ কার্যকরের দাবিতে স্লোগান দেন।
মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার মো. আসাদউল্লাহর নেতৃত্বে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডার মো. আসাদউল্লাহ। তিনি অবিলম্বে হাসান আলীসহ পলাতক সব যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করে রায় কার্যকরের দাবি জানান।