ফেনসিডিলসহ সেই পিআইও গ্রেপ্তার
ফেনসিডিলসহ গ্রেপ্তার হলেন বরগুনার সেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইসরাফিল। আজ বুধবার বিকেলে বরগুনার টাউন হল সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ জানান, বরগুনার টাউন হল সড়ক থেকে একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় পুলিশ সদস্যরা ইসরাফিলকে থামিয়ে তল্লাশি করলে তাঁর কাছে ফেনসিডিল পাওয়া যায়।
বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারীর কার্যালয় সূত্রে জানা গেছে, তিন বছর ধরে বরগুনার আমতলী উপজেলায় কর্মরত রয়েছেন পিআইও মো. ইসরাফিল। সম্প্রতি একটি দুর্নীতির মামলায় বরগুনা সদর উপজেলার পিআইও রণজিৎ কুমার সরকার কারাগারে যান। তখন মো. ইসরাফিলকে বরগুনা সদর উপজেলার পিআইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় একটি চক্রের সঙ্গে যোগসাজশে কোটি টাকার জাল পে-অর্ডারে বরগুনা, আমতলী ও তালতলী এই তিন উপজেলায় ভিন্ন ভিন্নভাবে প্রায় ১৩ কোটি টাকার দরপত্র চূড়ান্ত করেন পিআইও ইসরাফিল। এ নিয়ে বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় ঠিকাদাররা।