ফেনীতে আঞ্চলিক ইজতেমা শুরু
ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দেবীপুরে তাবলিগ জামাতের তিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।
ফেনীতে প্রথমবারের মতো ইজতেমা শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। আগামী শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
ফেনী জেলা পুলিশ সুপার জানান, ইজতেমাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ইজতেমায় ছয় লাখ বর্গফুট মাঠজুড়ে শামিয়ানার প্যান্ডেলের ভেতর একপাশে বয়ান করার মঞ্চ তৈরি করা হয়েছে। ইজতেমায় ১২টি পাম্প, ৮০০ শৌচাগার ও ৬০০ প্রস্রাবখানা নির্মাণ করা হয়েছে। মাঠে নামাজের কাতারের জন্য দাগ দেওয়া হয়েছে।
এলাকাভিত্তিক মুসল্লিদের জন্য ১১টি খিত্তা তৈরি করা হয়েছে এবং ময়দানের চারপাশ দিয়ে ১০টি প্রবেশপথ রাখা হয়েছে। বিদেশি মুসল্লিদের সুবিধার জন্য মঞ্চের পাশে একটি টিনশেডের কামরা তৈরি করা হয়েছে। ওই কামরায় শতাধিক মুসল্লি অবস্থান করতে পারবেন। এই ইজতেমায় ১০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।
এ ছাড়া প্যান্ডেলের ভেতরে ৩০টি এবং প্যান্ডেলের আশপাশের এলাকায় ১৫টি মাইক লাগানো হয়েছে। ফেনী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানায়, ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।