রাজবাড়ীতে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বনপাড়া গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেমের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, নিহত মোয়াজ্জেম হোসেনের নামে সাতটি হত্যা মামলাসহ আটটি মামলা রয়েছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হাসান জানান, দুই দিন আগে মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছিল। গতকাল রাতে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এতে মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
ওসি জানান, এ ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদের ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।