জামাতার হামলায় শ্বশুরের মৃত্যুর অভিযোগ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে জামাতার হাতে শ্বশুর কামাল মিয়ার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন স্ত্রী, শাশুড়ি ও শ্যালক-শ্যালিকা।
আজ শনিবার ভোরে মাধবপুরের রতনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মাধবপুর থানার পুলিশ জানায়, কয়েক মাস আগে মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা কামাল মিয়ার মেয়ে নূরজাহান ও একই এলাকার সাজু মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে স্বামীর ওপর রাগ করে স্ত্রী নূরজাহান বাপের বাড়িতে এসে অবস্থান নেন। শুক্রবার রাতে নূরজাহানের স্বামী সাজু মিয়া শ্বশুরবাড়িতে যান। রাতে সাজুর সঙ্গে শ্বশুরবাড়ির লোকদের বাগবিতণ্ডা হয়। ভোরে সাজু মিয়া মোটা লাঠি নিয়ে স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকদের ওপর হামলা চালান। তাঁর এলোপাতাড়ি আক্রমণে ঘটনাস্থলে মারা যান শ্বশুর কামাল মিয়া। হামলায় আহত হন শাশুড়ি সায়েরা খাতুন, স্ত্রী নূরজাহান, শ্যালিকা নেখজাহান ও শ্যালক স্বপন মিয়া। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন জানান, হত্যার পর জামাতা সাজু মিয়া পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের অন্য সব সদস্য আহত হওয়ায় বাড়িতে মামলা করার মতো কোনো লোক নেই। পুলিশ কামাল মিয়ার লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়েছে।