ব্যারিস্টার রফিকের জামিন বহাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আজ বুধবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কোনো আদেশ দেননি। এতে করে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন রফিকুল ইসলাম মিয়ার আইনজীবীরা।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। এ বিষয়ে ব্যারিস্টার রফিকুল ইসলামের আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, মিরপুর ও পল্লবী থানায় দায়ের করা সাতটি মামলায় রফিকুল ইসলামকে গত ২৬ মে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এসব মামলায় সরকারপক্ষ স্থগিত চেয়ে আবেদন করলে আদালত কোনো আদেশ দেননি। ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল থাকবে।
উল্লেখ্য, সরকারবিরোধী আন্দোলনের সময় চলতি বছরের জানুয়ারি মাসে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মিরপুর ও পল্লবী থানায় মোট আটটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত সাতটি মামলায় তাঁর আগাম জামিন মঞ্জুর করেন।