পঞ্চগড়ের বোদায় ব্যবসায়ীর লাশ উদ্ধার
পঞ্চগড়ের বোদা উপজেলা সদরে ধঞ্জয় সেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে জেলা পরিষদ মার্কেটসংলগ্ন মরিচহাটি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ধঞ্জয় সেনের বাড়ি বোদার পাঁচপীর ইউনিয়নের বাকপুর-নেন্দপুর এলাকায়। তিনি ওই এলাকার মৃত তুলসী সেনের ছেলে। বোদা পৌর এলাকার নগরকুমারী গ্রামে ভাড়া বাসায় থেকে ধঞ্জয় ক্ষুদ্র ব্যবসা করতেন বলে জানা গেছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, জেলা পরিষদ মার্কেটসংলগ্ন মরিচহাটিতে ধঞ্জয়কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় সেখানে থাকা একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তবে কীভাবে ধঞ্জয় মারা গেছেন, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। সুরতহালে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বোদা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলেও জানান ওসি।