সিলেটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল্লাহ মিয়া হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একইসাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহম্মদ ওয়ালিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুজম্মিল আলী (৪২) কানাইঘাট উপজেলার ময়না পাহাড় গ্রামের বাসিন্দা।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি) মোস্তফা দিলোয়ার আল আজহার মামলার বরাত দিয়ে এনটিভি অনলাইনকে জানান, ২০০৮ সালের ১ মার্চ সন্ধ্যায় ময়না পাহাড় গ্রামের রুপা মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া পাওনা টাকা চাইতে মুজম্মিল আলীর বাড়িতে যান। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুজম্মিল কাঠের টুকরা দিয়ে আব্দুল্লাহর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। হত্যাকাণ্ডের পর রাতেই বাড়ি ছেড়ে পালিয়ে যান মুজম্মিল।
এ ঘটনার এক সপ্তাহ পর ৮ মার্চ নিহতের বাবা রুপা মিয়া বাদী হয়ে কানাইঘাট থানায় মুজম্মিলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) হিল্লোল রায় ওই বছরের ২৭ জুন মুজম্মিলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এম এ মালিক শাহিন।