কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামি আবদুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালত সূত্র জানায়, প্রতিপক্ষকে হত্যার হুমকির ঘটনায় দায়ের করা মামলায় আসামি আবদুল জলিল, তাঁর বাবা আবদুল খালেক ও ভাই মোছাব্বির মিয়াকে ভোরবেলা গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
জানা গেছে, আদালত পরিদর্শক কাজী কামাল হোসেন প্রথমে নিশ্চিত হন জলিল সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামি। বিষয়টি তিনি সদর থানার পুলিশকে জানালে তারা জলিলকে কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়।
আসামি আবদুল জলিল হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা। তিনি কিবরিয়া হত্যা মামলার ১৯ নম্বর ও হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার ১০ নম্বর আসামি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ওই রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
তিন দফা তদন্তের পর এ মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর ১১ জনের নাম যোগ করে মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন। পরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।
আসামিদের মধ্যে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়ার মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী।
২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এরপর ৩০ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।