পঞ্চগড়ে আঞ্চলিক ইজতেমা শুরু হচ্ছে বৃহস্পতিবার
পঞ্চগড়ে তিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। ঢাকা মহাসড়কের পাশে পঞ্চগড় চিনিকল ও বিসিক শিল্পনগরীর মধ্যবর্তী মাঠে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমাকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলার তাবলিগ জামাতের সাথীরা পর্যায়ক্রমে ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করেছেন।
পঞ্চগড় জেলা তাবলিগের শুরা সদস্য অধ্যাপক মো. ফয়জুল বারী জানান, দাওয়াতের কাজ চলমান রাখার জন্য জেলাভিত্তিক ইজতেমার আয়োজন করা হচ্ছে। ইজতেমায় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার সাথী ছাড়াও দেশি-বিদেশি লক্ষাধিক মুসল্লির সমাগম হবে ইনশাল্লাহ। ইজতেমা মাঠ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে দেশের অভ্যন্তরে ও বিদেশে সম্ভাব্য শতাধিক মুসল্লির জামাত বের হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আগামী শনিবার ২৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
পঞ্চগড় জেলা তাবলিগ জামাতের অপর শুরা সদস্য ডা. মো. মোখলেছুর রহমান জানান, ইজতেমায় মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারতসহ কয়েকটি দেশ ও দেশের অভ্যন্তরে বেশ কিছু জামাতের সাথীরা মাঠে অবস্থান করছেন।
আর বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হবে। তবে ইজতেমা মাঠে অনেক মুসল্লি সমবেত হওয়ায় বুধবার মাগরিবের নামাজের পর থেকে বয়ান শুরু হয়। বৃহস্পতিবার বাদ মাগরিব ফিলিস্তিন জামায়াতের মেহমান বয়ান করবেন। আর অন্যান্য সময়ে কাকরাইলের মুরব্বি ও শুরার সাথীরা বয়ান করবেন।
ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমা মাঠের জন্য বিদ্যুৎ, পানি, স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।
ইজতেমা মাঠে সার্বক্ষণিক একটি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে বলে জানান সিভিল সার্জন ডা. পীতাম্বর রায়।
এ ছাড়া পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহাম্মেদ বলেন, ‘ইজতেমা মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। মাঠের চতুর্দিকে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য আমরা সতর্ক রয়েছি।’