ব্রিটিশ ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
বাংলাদেশের চামড়া ও ওষুধ খাতে বিনিয়োগ করতে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ বুধবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের ওয়েলসভিত্তিক ব্যবসায়ীদের সংগঠন ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাণিজ্যমন্ত্রী। সাক্ষাৎ শেষে চেম্বারের ব্যবসায়ীদের প্রতি তিনি এ আহ্বান জানান।
দেলোয়ার এ হোসাইনের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধিদলে আরো ছিলেন যুক্তরাজ্যের আইনপ্রণেতা কেভিন ব্রেনান। এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। বাণিজ্যমন্ত্রী প্রতিনিধিদলের উদ্দেশে বলেন, বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ আছে। এখানে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা বেশি লাভবান হবেন। বিশেষ করে বাংলাদেশের ওষুধ ও চামড়া খাতে বিনিয়োগের ভালো সুযোগ আছে। তিনি বলেন, গুণগত মানের দিক থেকে বিশ্ববাজারে বাংলাদেশের ওষুধ বেশ সমাদৃত হচ্ছে।
তোফায়েল আহমেদ বলেন, অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।