চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট তৃতীয় দিনে, বিপাকে মানুষ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/24/photo-1487915252.jpg)
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সড়ক দুর্ঘটনার চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে।
ধর্মঘট চলাকালে আজ শুক্রবারও শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, দৌলতদিয়া বাস টার্মিনালসহ বিভিন্ন স্থান থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস আরোহী চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় ‘চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের’ বাসচালক জামির হোসেনকে গত বুধবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। আর এই রায়ের প্রতিবাদে বুধবারই চুয়াডাঙ্গায় পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়।
বাসচালক জামির হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়া গ্রামে।