আলোচিত ঠেঙ্গারচর দেখতে কেমন?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/26/photo-1488121759.jpg)
নির্যাতনের শিকার হয়ে নিজ ভিটে-মাটি ছেড়ে এদেশে আসা মিয়ানমারের রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরে পুনর্বাসন করতে চায় সরকার। বর্তমানে প্রায় অনাবাসী এই চরকে পুনর্বাসন ও বাস উপযোগী করতে চলছে নানা চিন্তা-ভাবনা।
চরটির অবস্থান ও পুনর্বাসন প্রস্তুতি এবং স্থানীয় বাসিন্দা, বনবিভাগ ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলতে সম্প্রতি এনটিভি টিম ঘুরে আসে আলোচিত ঠেঙ্গারচর। রোহিঙ্গাদের এই চরে স্থানান্তরের ভাবনা ও চরের অবস্থান নিয়ে সফিক শাহীনের দুই পর্বের সরেজমিন ধারাবাহিকের আজ রোববার প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আয়নাল আহেমদ।
ভিডিও প্রতিবেদনটি দেখতে ক্লিক করুন