গাবতলীর রাস্তায় র্যাব-পুলিশ, দোকানপাট বন্ধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/01/photo-1488354437.jpg)
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের পর রাজধানীর গাবতলী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কে দোকানপাট বন্ধ করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আজ বুধবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, গাবতলীতে দফায় দফায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ সদস্যরা সুসজ্জিত হয়ে পুরো রাস্তায় টহল দিচ্ছেন। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পুলিশের বেশ কিছু সদস্য সুসজ্জিত হয়ে গাবতলী বাস টার্মিনালে প্রধান সড়ক ঘুরে আমিনবাজার সেতু পর্যন্ত সড়ক টহল দিয়ে আসেন।
দুপুর ১টার দিকে র্যাবের সদস্যরা পুরো সড়ক টহল দেন। এ সময় তাঁরা রাস্তায় থাকা জনসাধারণকে সরিয়ে দেন।
এদিকে, সংঘর্ষের পর আমিনবাজার থেকে টেকনিক্যাল পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে অসংখ্য ইটের টুকরা পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন অলিগলি ঘুরে দেখা যায়, বিচ্ছিন্ন অবস্থায় শ্রমিকরা গোপনে অবস্থান করছে।
পুলিশের টহলের মধ্যেই কয়েকজন শ্রমিক একটি প্রাইভেট সিএনজিচালিত অটোরিকশা থামাতে যান। এ সময় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বাধা দেন। পরে তাঁরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় গত ২২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।
ধর্মঘটে গতকাল রাতে গাবতলীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আজ সকালেও সংঘর্ষ হয়। এই সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত করা হয়নি পুলিশের পক্ষ থেকে।
২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকা এলাকায় বিপরীতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মাইক্রোবাসের। এতে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ দুর্ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।