কানাডিয়ান হাইকমিশনের পুরস্কার পেলেন তিন সংবাদকর্মী
নারী ও শিশু নির্যাতন এবং সাইবার ক্রাইম নিয়ে প্রতিবেদনের জন্য কানাডিয়ান হাইকমিশনের পুরস্কার জিতেছেন বরগুনার তিন সংবাদকর্মী।
আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল পুলিশ লাইনের ইন সার্ভিস ট্রেইনিং সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহম্মদ মারুফ হাসান।
বরিশাল বিভাগের ছয় জেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে কানাডিয়ান হাইকমিশনের অর্থায়নে টেলিভিশন, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টাল এ তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করে উপকূলীয় উন্নয়ন সংগঠন জাগোনারী।
প্রতিযোগিতায় টেলিভিশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মিরাজ আহমেদ জাবের, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে এনটিভি ও কালের কণ্ঠের বরগুনা প্রতিনিধি সোহেল হাফিজ এবং অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি সাইফুল ইসলাম মিরাজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার এস এম আক্তার জামান, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, ইউনিসেফের বরিশাল বিভাগের সমন্বয়ক তৌফিক আহমেদ, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, ইনডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় প্রত্যেক বিজয়ীকে নগদ অর্থ ও সনদপত্র দেওয়া হয়।