দাওয়াত না পাওয়ায় অনুষ্ঠান বন্ধ করল ছাত্রলীগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/02/photo-1488469840.jpg)
ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের আমন্ত্রণ না দেওয়ায় জয়পুরহাট সরকারি মহিলা কলেজের পূর্বনির্ধারিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে গতকাল বুধবার অনুষ্ঠানের প্রস্তুতির শেষপর্যায়ে এসে ছাত্রলীগ তা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। ফলে আজ অনুষ্ঠানে যোগ দিতে আসা ছাত্রীরা নিরাশ হয়ে বাড়ি ফিরে গেছেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাফফর আলী এনটিভি অনলাইনকে বলেন, প্রতিবারের মতো এবারও আজ কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। এ জন্য সব প্রস্তুতি করা হয়। গতকাল বুধবার বিকেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা ও তাঁর কয়েক সহযোগী কলেজে আসেন।
‘এ সময় রেজা আমাকে বলেন, কলেজে অনুষ্ঠান করছেন অথচ আমাকে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আমন্ত্রণ জানাননি। এ জন্য কলেজে কোনো অনুষ্ঠান হবে না। এক্ষুনি সবকিছু বন্ধ করে দেন। আগামীতে অনুষ্ঠান করতে হলে আমরা যেভাবে বলব সেভাবে করতে হবে।’
কলেজ অধ্যক্ষ আরো বলেন, ‘এর পরই একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে আমি অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।’
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বলেন, ‘ওই কলেজের এক ছাত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি মন্তব্য করায় আমি অধ্যক্ষকে ওই বিষয়ে ব্যবস্থা নিতে বলেছিলাম। তিনি ব্যবস্থা না নেওয়ায় অনুষ্ঠান বন্ধ রাখতে বলেছি। আমি কোনো টাকা-পয়সা চাইনি বা হুমকিও দেইনি।’
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, তবে কলেজের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি এবং কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’