কুষ্টিয়া জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা ও সমাবেশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/05/photo-1488733772.jpg)
কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সমাবেশ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : এনটিভি
কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইনে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি, র্যাব-১২’র অধিনায়ক শাহাবুদ্দিন খান, খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক দিকনির্দেশনায় ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন।
পরে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেন পুলিশ সদস্যরা। এ ছাড়া অতিথি ও পুলিশ সদস্যদের পরিবারের জন্য কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লাঠিখেলা, সাপখেলা, বানর খেলাসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি।