কুষ্টিয়ায় ট্রাকচালক হত্যায় একজনের যাবজ্জীবন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/06/photo-1488795049.jpg)
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকচালক শ্যামল কুমার রায় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।
আজ সোমবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন। এ সময় সাজাপ্রাপ্ত আসামি কবির হোসেন (২৫) আদালতে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী মামলার বিবরণ থেকে জানান, ২০১৩ সালের ১৫ জুন তারিখে কুষ্টিয়ার পার্শ্ববর্তী শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের ট্রাকচালক শ্যামল কুমার রায় ট্রাক নিয়ে পঞ্চগড় যাচ্ছিলেন। পথে কুষ্টিয়ার ভেড়ামারার দশমাইল এলাকায় খাবার জন্য ট্রাক থামিয়ে অবস্থান নেন তিনি। পরে বেশ কিছু সময় ট্রাক সেখানে অবস্থান করায় অন্যরা এসে ট্রাকে খোঁজ নিতে এসে ভেতরে চালক শ্যামল কুমার রায়ের লাশ দেখতে পায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে। পরদিন শ্রমিক নেতা আবেদ আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন।