জোড়া খুন ও নারী পুলিশ ধর্ষণ নিয়ে বিএনপির উদ্বেগ
সংসদ সদস্য পিনু খানের ছেলের গুলিতে জোড়া খুন ও নারী পুলিশ সদস্যের ধর্ষণের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এভাবে চলতে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। ক্রমেই দেশ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে এগিয়ে যাবে।
আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন জোড়া খুন ও নারী পুলিশ সদস্যকে ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানান।
আসাদুজ্জামান রিপন বলেন, এমপিপুত্রের জোড়া খুন ও নারী পুলিশ সদস্যের ধর্ষণের ঘটনাই প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে।
দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে উল্লেখ করে আসাদুজ্জামান রিপন বলেন, অপরাধীরা সরকারি দলের হলে তাদের আড়াল করার চেষ্টা করা হয়। অথচ বিরোধী নেতাকর্মীরা অপরাধ না করেও মাসের পর মাস কারাভোগ করছেন। তিনি দাবি করেন, সরকার এসব বাস্তব সমস্যা অনুধাবন করে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করলেই কেবল এসব সমস্যার সমাধান সম্ভব।