নীলফামারীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
নীলফামারীতে সাকিব (১৪) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সৈয়দপুর উপজেলার টেকনিক্যাল কলেজপাড়ার একটি বাসা থেকে আজ সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত সাকিব সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ত। সে জেলার জলঢাকা উপজেলার পাঠানপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্কুলের পাশে টেকনিক্যাল কলেজপাড়ার একটি বাসায় ভাড়া থেকে লেখাপড়া করত। ময়নাতদন্তের জন্য তার লাশ নীলফামারীর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, টেকনিক্যাল কলেজপাড়ার ওই বাসা থেকে আজ সকাল ১০টার দিকে সাকিবের লাশ উদ্ধার করা হয়। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।