স্কুলছাত্র খুনের আশঙ্কায় সন্দেহভাজনদের বাড়ি ভাঙচুর
চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ার কলেজছাত্র ইব্রাহিম হোসেনকে খুনের আশঙ্কায় আজ রোববার সন্দেহভাজন ব্যক্তির বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ইব্রাহিম হোসেন (১৫) গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ। সে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার আবদুস সালামের ছেলে।
ইব্রাহিমের বড় বোন শাহিনা অভিযোগ করেন, একটি কিশোর প্রেমকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রতিবেশী কামাল হোসেন ও তাঁর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাঁর ভাই ইব্রাহিমকে খুন করে লাশ গুম করেছে।
এদিকে আজ রোববার সকালে বাড়ির পাশে মাথাভাঙ্গা নদীর ধারে নিখোঁজ ইব্রাহিমের রক্তমাখা প্যান্ট ও জামা পাওয়া গেলে উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী একত্রিত হয়ে কামাল হোসেনের বাড়িতে চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবস্থা বেগতিক বুঝতে পেরে কামাল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপন করেছে।
সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফেরদৌস ওয়াহিদ জানান, ইব্রাহিম নিখোঁজের বিষয়ে মৌখিক খবরের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছে। তবে আজ রোববার দুপুর পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।