বিএনপি না এলেও আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে
বিএনপি নির্বাচনে না এলেও আগামী জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, ‘নির্বাচনে কে এলো আর কে এলো না, সেটা নিয়ে ভাবার কিছু নেই। এই সরকারের মেয়াদ যেদিন শেষ হবে, এর পরপরই যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আজ শুক্রবার বিকেলে তিন পার্বত্য জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন শেষে ডেপুটি স্পিকার এ মন্তব্য করেন।
মো. ফজলে রাব্বী মিয়া বলেন, পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ের বিপথগামী কিছু লোক অন্ধকার পথ থেকে ফিরে এসেছে। তাদের চাকরির ব্যবস্থা করেছে সরকার। পার্বত্য শান্তিচুক্তি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে এই চুক্তি বাস্তবায়ন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন সংসদ সদস্য ঊষাতন তালুকদার, ফিরোজা বেগম চিনু, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন আজ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি দোয়েল চত্বর, আনন্দ বিহার, তবলছড়ি হয়ে স্কুলে গিয়ে শেষ হয়। এ সময় স্কুলের সাবেক ছাত্রীরা নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আগামীকাল শনিবার সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার উপস্থিত থাকার কথা রয়েছে।