কুষ্টিয়ায় তিনদিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু
কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়াবাড়িতে তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’ শুরু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় খুলনা বিভাগীয় কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ফারুক হোসেন উৎসবের উদ্বোধন করেন।
সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এ উৎসবের আয়োজন করছে।
তিনদিনব্যাপী এ উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে প্রতিদিন আলোচনা সভা, লালন সংগীতানুষ্ঠান ও বাউল মেলা।
এদিকে, উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
উৎসবকে ঘিরে দেশ-বিদেশের হাজার হাজার লালন অনুসারী আখড়াবাড়ী চত্বরে কালী নদীর তীরে লালন মেলায় ভিড় করছেন। আগামী ১৩ মার্চ উৎসব শেষ হবে।