নাটোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১১
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। আজ রোববার জেলা শহরের হরিশপুর এলাকা ও সিংড়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম আবদুল কাউয়ুম। অপরজনের নাম পাওয়া যায়নি।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রউফ বলেন, দুপুরে সিংড়া উপজেলার বন্দর এলাকায় সিংড়া থেকে নাটোরগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান লেগুনার চালক আবদুল কাউয়ুম। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ১১ যাত্রীকে উদ্ধারের পর নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে দুপুরে শহরের হরিশপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।