সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামাল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে পূর্ব সুন্দরবনের ওই অংশে র্যাবের নিয়মিত টহলকালে এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত জামাল সুন্দরবন এলাকার একটি বনদস্যু বাহিনীর প্রধান। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করে র্যাব।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক ও অপারেশন অফিসার মেজর আদনান কবির জানান, সকালে নিয়মিত টহলের সময় সুন্দরবনের কাতলার খাল এলাকায় বনদস্যুরা র্যাবের ওপর গুলিবর্ষণ শুরু করে। এ সময় র্যাব-৮-এর সদস্যরাও পাল্টা গুলি শুরু করেন। একপর্যায়ে বনের ভেতর থেকে বনদস্যুদের গুলি বন্ধ হলে র্যাব সুন্দরবনের ওই এলাকায় অভিযান চালিয়ে এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি কাটা রাইফেল, সাতটি দেশি-বিদেশি বন্দুক, দুটি এয়ারগান, আটটি ধারালো অস্ত্র ও ১০০টি গুলি উদ্ধার করে। এ সময়ে স্থানীয় জেলেরা নিহত বনদস্যু সদস্যকে জামাল বাহিনীর প্রধান জামাল বলে শনাক্ত করেন।
নিহত জামালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুন্দরবনসংলগ্ন পাথরঘাটা, পিরোজপুর, শরণখোলা ও মোরেলগঞ্জের বিভিন্ন এলাকার জেলে ও বাওয়ালিদের অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ রয়েছে। মুক্তিপণ না পেলে তাদের আটক রেখে নির্যাতন করত তার বাহিনী। এমনকি তার বিরুদ্ধে অনেককে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।