কুমিল্লায় কারা হেফাজতে আসামির মৃত্যু
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কারা ওয়ার্ডে ছবির মিয়া (৩৮) নামের এক আসামির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৬টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দিদের জন্য নির্ধারিত ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছবির মিয়া মারা যান বলে জানান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মজিবুর রহমান।
কারাগার সূত্রে জানা গেছে, গত ৪ জুন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার একাধিক মামলার আসামি সুজানগর এলাকার বাসিন্দা ছবির মিয়াকে আদালতের সোপর্দ করা হয়। তাঁর পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে ছবির মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আজ ভোরে হঠাৎ করেই ছবির মিয়ার বুকে ব্যথা অনুভূত হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গত ২ জুন কুমিল্লা মহানগরীর কাঁটাবিল এলাকায় রানা হত্যা মামলার আসামিকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত রানা কুমিল্লা নগরীর সুজানগর এলাকায় গত বছরের ৪ এপ্রিল সংঘটিত জানু মিয়া হত্যা মামলার আসামি ছিলেন।
রানা হত্যার ঘটনায় পরের দিন কোতোয়ালি থানা পুলিশ হত্যা মামলার আসামিদের আটক করতে গেলে পুলিশ ও আসামিপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কোতোয়ালি মডেল থানা পুলিশের চারজন উপপরিদর্শকসহ অন্তত আটজন পুলিশ এবং আসামিপক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছবির মিয়াসহ জানু মিয়া হত্যা মামলার বাদী শাহ আলমকে আটক করে।