জাফরুল্লাহর জরিমানা স্থগিত
আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরীকে করা জরিমানার কার্যক্রম ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য ওই দিন ধার্য করা হয়েছে।
জাফরুল্লাহ চৌধুরীর আপিল আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
জাফরুল্লাহর পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার আখতার ইমাম। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম ও রেশাদ ইমাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ব্যারিস্টার রাশনা ইমাম এনটিভি অনলাইনকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ আদালত অবমাননার দায়ে দণ্ডপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। তবে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে সম্পূর্ণ ন্যায়বিচারের স্বার্থে এ আবেদন করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এনটিভি অনলাইনকে মুঠোফোনে বলেন, জাফরুল্লাহর আবেদন শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। পাশাপাশি ট্রাইব্যুনালের করা দণ্ড শুনানি পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এর আগে আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডের বিরুদ্ধে আপিল করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আপিল দায়ের করেন।
গত ১০ জুন আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা আদালতে দাঁড় করিয়ে রাখেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা সাত দিনের মধ্যে পরিশোধ না করলে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। তিনি ইতিমধ্যেই এক ঘণ্টা আদালতে দাঁড়িয়ে থেকে দণ্ড ভোগ করেছেন। ট্রাইব্যুনাল ২-এর বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ দণ্ডাদেশ দেন।
গত ২ ডিসেম্বর সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাঁকে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এরপর তার সাজার বিষয়ে উষ্মা প্রকাশ করে বিবৃতি দেন এসব বিশিষ্ট নাগরিক।