সাদা পোশাকে ‘ধরে নেওয়া’ বন্ধে পরিপত্র চান মিজানুর
প্রতিটি নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করতে না পারে সে জন্য সরকারের পক্ষ থেকে পরিপত্র জারির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।
আজ মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এ আহ্বান জানান। বার্তা সংস্থা বাসস জানায়, কমিশন আয়োজিত ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু : আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।
ড. মিজানুর রহমান বলেন, কখনোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে কোনো নাগরিককে আটক করতে পারে না। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে পরিপত্র জারির আহ্বান জানাচ্ছি।
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো শাখার সদস্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলে তাঁকে অবশ্যই তিনি কোন বাহিনীর সদস্য তার পরিচয়পত্র দেখাতে হবে। কোনো ব্যক্তিকে আটকের সময় স্থানীয় অন্তত দুজন লোকের সামনে আটক করতে হবে।’
আটককৃত ব্যক্তিকে আটকের সময় কোথায় নেওয়া হবে তা তাঁর পরিবারকে জানানোর আদেশ জারির সুপারিশ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আটকের ২৪ ঘণ্টার মধ্যে ওই ব্যক্তিকে থানায় হাজির করার নির্দেশনা দিতে হবে।’