দেশে ফিরে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/18/photo-1434603362.jpg)
যুক্তরাজ্যে ছয় দিনের সফর শেষে দেশে ফিরে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় রমজানের এ শুভেচ্ছা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে সিলেটে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করেন। তার পর তিনি বেলা ১১টা ৪৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
সিলেটে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০১৬) সকাল ১০টা ১০ মিনিটের দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর তিনি ১১টা ১০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে রওনা করেন।urgentPhoto
লন্ডনের স্থানীয় সময় বিকেল সোয়া ৬টায় এবং বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
শেখ হাসিনা ১২ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে অবস্থানকালে ১৪ জুন পার্ক লেন হোটেলে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়।
ব্রিটিশ পার্লামেন্টে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) যুক্তরাজ্য শাখা অফিসে বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান কিথ ভাজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ১৫ জুন এক সংবর্ধনায় যোগ দেন।
প্রধানমন্ত্রী ১৬ জুন ব্রিটিশ পার্লামেন্ট পরিদর্শন করেন এবং তাঁর ভাগ্নি লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রেজওয়ান সিদ্দিকের হাউস অব কমন্সে দেওয়া প্রথম বক্তৃতা শোনেন।
একই দিনে শেখ হাসিনা হাউস অব লর্ডস স্পিকার ব্যারোনেস ডি সুজার সঙ্গে সাক্ষাৎ করেন।