খুলনা সিটির বাজেট ঘোষণা, কর বাড়েনি
খুলনা সিটি করপোরেশনে ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ৪২২ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা সিটি করপোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র মো. মনিরুজ্জামান মনি।
প্রস্তাবিত এই বাজেটে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকা এবং সরকারি অনুদান ও বৈদেশিক সাহায্য পুষ্ট উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৯৫ কোটি পাঁচ লাখ ৬০ হাজার টাকা।
মেয়র নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো বাজেট ঘোষণা করেছেন মনিরুজ্জামান। মেয়র মনিরুজ্জামান ২০১৪- ২০১৫ সালের সংশোধিত বাজেট ২৭৪ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা বলে জানান। যা অর্জিত হয়েছে ৫৬ দশমিক ৫৩ ভাগ।
মেয়র মনিরুজ্জামান বাজেটের মূল বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, ‘এই বাজেটে নতুন কোনো কর আরোপের প্রস্তাব করা হয়নি।’ তিনি বলেন, ‘বকেয়া আদায় নবনির্মিত সব স্থাপনার ওপর হাল নাগাদ কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।’
মনিরুজ্জামান বলেন, ‘এই বাজেটে ব্যাপক ভৌত অবকাঠামো উন্নয়ন সাধিত হবে। এ বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ ও সেবার মান উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বাজেটে অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নসহ সামাজিক উন্নয়নের গুরুত্ব দেওয়া হয়েছে।’ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে এবং রেলক্রসিংয়ে ফুট ওভারব্রিজ নির্মাণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র।
এ সময় সিটি করপোরেশনের তিন প্যানেল মেয়র আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান ও রুমা খাতুন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হান্নান বিশ্বাস, অর্থ ও সংস্থা সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ গাওসুল আজম, গণমাধ্যমকর্মী এবং নগরীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।