জাফরুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারে পরোয়ানা
আদালত অবমাননার দায়ে দণ্ডপ্রাপ্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের দেওয়া পাঁচ হাজার টাকা অর্থদণ্ড জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ পরোয়ানা জারি করেন।
তবে ট্রাইব্যুনালের পাঁচ হাজার টাকা জমা দেওয়ার আদেশ আগামী ৫ জুলাই পর্যন্ত স্থগিত করায় জরিমানা দেওয়া হয়নি বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার রাসনা ইমাম। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের দেওয়া অর্থদণ্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন। এবং ওই দিনই এ বিষয়ে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এ কারণে ট্রাইব্যুনালের দেওয়া পাঁচ হাজার টাকা জমা দেওয়া হয়নি।’
এ বিষয়ে প্রসিকিউটর জেয়াদ আল মালুম এনটিভি অনলাইনকে বলেন, ‘অর্থদণ্ড স্থগিত করে আপিল বিভাগের আদেশের কোনো কপি ট্রাইব্যুনালে পৌঁছায়নি। এ কারণে ট্রাইব্যুনাল আদেশ বাস্তবায়নের জন্য তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
গত ১০ জুন আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা আদালতে দাঁড় করিয়ে রাখেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা সাতদিনের মধ্যে পরিশোধ না করলে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। ট্রাইব্যুনাল ২-এর বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ দণ্ডাদেশ দেন।
গত ১৬ জুন জরিমানার কার্যক্রম ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য ওই দিন ধার্য করেন।
গত ২ ডিসেম্বর সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাঁকে সাতদিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এরপর তার সাজার বিষয়ে উষ্মা প্রকাশ করে বিবৃতি দেন এসব বিশিষ্ট নাগরিক।