জাতীয় উৎপাদনে গ্রামকে ছাড়িয়েছে শহর!
দেশের মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে গ্রামের চেয়ে শহর এগিয়ে। বর্তমানে দেশের জনসংখ্যার ২৮ শতাংশ শহরবাসী। জাতীয় উৎপাদনে তাদের অবদান ৬০ শতাংশেরও বেশি।
বাংলাদেশ আরবান ফোরামের স্টিয়ারিং কমিটির সভার কার্যবিবরণীতে এসব কথা উল্লেখ করা হয়। আজ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বিভিন্ন সেবা সংস্থার প্রধান, নগর উন্নয়নে অর্থায়নকারী বিদেশি সংস্থার প্রতিনিধি এবং গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার কার্যবিবরণীতে আরো বলা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার চার কোটিরও বেশি মানুষ শহরে বাস করে। প্রতিবছর শতকরা ২.৫ ভাগ হারে জনসংখ্যা বাড়ছে শহরগুলোতে। পাল্লা দিয়ে বাড়ছে নগরায়ন প্রক্রিয়াও।
অপরিকল্পিত ও দ্রুত নগরায়ণ সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বর্ধিত জনগোষ্ঠীর জন্য আবাসন, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ-যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন পরিষেবা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।