ঝিনাইদহে ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা
ঝিনাইদহ শহরে দীপশিখা অনির্বাণ চক্ষু ক্লিনিক থেকে মাজহারুল ইসলাম নামের এক ভুয়া চক্ষু চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে জেলা শহরের গোরস্তানের সামনের দীপশিখা অনির্বাণ নামের চক্ষু ক্লিনিকে এক ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাজহারুল ইসলাম নামের ভুয়া চক্ষু চিকিৎসককে আটক করা হয়। রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ক্লিনিকটির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম।