মুক্তিযোদ্ধাকে মারধর : চেয়ারম্যানের শাস্তি দাবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/05/photo-1491407579.jpg)
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীসহ অনেকেই অংশ নেন।
জমি কেনা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ৩০ মার্চ মুক্তিযোদ্ধা নওশাদ আলীকে উপজেলার খট্টামাধবপাড়া ইউপির চেয়ারম্যান মোকলেছার রহমান মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি দাবি তোলা হয় মানববন্ধনে।
মানববন্ধনে কয়েকজন বক্তা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্যাতনকারী চেয়ারম্যান মোকলেছার রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা শামসুল আলম মণ্ডল, মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুস সাত্তার মণ্ডল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মুন্না ও হোসনে আরা ফেন্সী।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নওশাদ আলী একই গ্রামের সেকেন্দার আলীর কাছ থেকে গত বছর বায়নামুলে পাঁচ শতাংশ জমি এক লাখ ৪০ হাজার টাকায় দাম ঠিক করেন। সেই অনুযায়ী, নওশাদ আলী জমির মালিককে এক লাখ ২৫ হাজার টাকা জমা দেন। অবশিষ্ট টাকা রেজিস্ট্রি করার সময় দেওয়া হবে বলে তিনি জমির মালিককে জানান। কিন্তু পরবর্তী সময়ে জমির মালিক রেজিস্ট্রি দিতে না চাওয়ায় কিছু দিন আগে স্থানীয় চেয়ারম্যান মোকলেছার রহমানের কাছে অভিযোগ দেন নওশাদ।
স্থানীয় কয়েকজনের দাবি, অভিযোগের কয়েক দিন পর বিষয়টি জানতে গত ৩০ মার্চ ইউপি কার্যালয়ে যান রওশন ও তাঁর বেয়াই। সে সময় চেয়ারম্যান মোকলেছার উত্তেজিত হয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ, কটূক্তি করে কিল-ঘুষি মারেন।